বাগেরহাট প্রতিনিধি: নড়াইলের সাংবাদিক সৈয়দ সাজেবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটের সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাট জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার এ মানববন্ধন হয়।
প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক মোঃ শামসুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহ সভাপতি নকিব সিরাজুল হক, মোল্লা আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক এম আকবর টুটুল, সাংবাদিক খন্দকার আকমল উদ্দিন সাকী, তানজিম আহম্মেদ, শহিদুল ইসলাম, শিমুলসহ আন্যান্য সাংবাদিকবৃন্দ ।