তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ডিসি উদ্যানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের জেঠুয়া,কৃষকাটী ও কানাদিয়া গ্রাম মিলে ২২.৫৮ একর জমির উপর নির্মিত এই ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক (লিটু), তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে আব্দুল কাদের, দৈনিক ৭১ বাংলার সম্পাদক নাজমুল হাসান মিঠু,সাংবাদিক ফারুক সাগর প্রমুখ।
তালা উপজেলা ভূমি কার্যালয়ের নাজির নরুল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো:রাসেল।