মাহফুজুল ইসলাম মন্নু , লোহাগড়া (নড়াইল): সাবেক শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। লোহাগড়া উপজেলার জিয়া মঞ্চসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বুধবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে লোহাগড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জিয়া মঞ্চসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন।
জানা যায়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বুধবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এর পর তিনি লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘জিয়া মঞ্চ’ এবং বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস,এ সাইফুল্লাহ মামুন এবং প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক মো. মুরাদুজ্জামান, প্রধান শিক্ষক রেজাউল করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন দলীয় নেতাকর্মী নিয়ে মহিশাপাড়া গ্রামে সাবেক ছাত্রনেতা রাশেদের বাড়িতে মতবিনিময় করেন। এসময় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, জেলা বিএনপির প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, যুবদল নেতা আহাদুল ইসলাম, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লাক্সমী সোহেল, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসানসহ লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।