Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় জাতীয় যুবদিবস পালিত

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:৪৮:৪১ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে খুলনার ফুলতলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় ফুলতলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র‌্যালী বের হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসনের প্রধান ফটক হয়ে শহিদ হাবিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। বেলা ১১টায় হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। বাবুল রেজার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সজীবুজ্জামান রাহুল, ছাত্রপ্রতিনিধি শেখ কাউছার ও হামজা প্রমুখ। পরে ২৪ প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ১৮ লাখ টাকার যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)