মিরাজুল কবীর টিটো: আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। শুক্রবার সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খোন্দকার জাকির হোসেন জানান, ১৯৮১ সালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত ৭৮ কোটি ১৯ লাখ টাকার যুব ঋণ দেয়া হয়েছে। যা আদায় করা সম্ভব হয়েছে। সেই সাথে ১ লাখের বেশি প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই সাবলম্বী হয়ে নিজেরাই কর্মসংস্থান গড়ে তুলেছেন। সেখানে অনেকেই কাজ করে বেকারত্ব দুর করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, আমরা চাকরির জন্য অপেক্ষায় থাকবো না। সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবো। সরকার চান দক্ষ যুবক গড়ে তোলা। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তরেসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে কর্মসংস্থান করতে হবে। এতে করে অনেকের বেকারত্ব দুর হবে।
তিনি আরো বলেন, নিজেকে কাজ করা শিখতে হবে। আর দক্ষ হয়ে বিদেশ যেতে হবে। সবার আগে নিজের দেশে কাজ করার মানসিকতা ও আত্মসম্মান বোধ সৃষ্টি করতে হবে। তবেই নিজের দেশে কাজ করে নিজের ও দেশে উন্নয়ন করা সম্ভব। এজন্য প্রত্যাশা নিয়ে বসে থাকলে হবে না। সততার সাথে কাজ করতে হবে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামায়াতের আমীর গোলাম কুদ্দুস, উদ্যোক্তা মুসলিমা খাতুন, অহেদ সেকেন্দার, ফারজানা ইয়াসমিন জেসমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খোন্দকার জাকির হোসেন।
আলোচনা শেষে সদর উপজেলা পর্যায়ে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ২১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই সাথে সফল উদ্যোক্তা, আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রাপ্তরা হলেন, কারবালার প্রিজম যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুসলিমা খাতুন, প্রিজম যুব উন্নয়ন সংস্থার মফিজুর রহমান খান, এইচএম রোডের সাজ বিউটি পার্লারের প্রোপাইটর নাজমুন নাহার শিরিন, বেজপাড়া যুব ও নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, ধর্মতলার নান্দনিক সমাহারের ইয়াসমিন সুলতানা, ঝিকরগাছার আলোর সঞ্চয় যুব উন্নয়ন সংস্থার সভাপতি ফাতেমা খাতুন ও নাভারণ সুজন যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইয়ামিন হোসেন।
অনুষ্ঠান শেষে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ৫ আগস্টের শহিদদের স্মারণে ২৪টি গাছের চারা রোপণ করা হয়।