নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জালাল হোসেন নামে এক কসাইকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। দণ্ডিত জালাল হোসেন আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, মহেশপুর পৌর এলাকার কলেজ বাসস্ট্যান্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অপরিচ্ছন্ন জায়গায় পৌরসভার অনুমোদিত জায়গার বাইরে গিয়ে ভ্যাটেনারি সার্জনের অনুমতি না নিয়ে রোগাক্রান্ত (লাম্পি স্কিন ডিজিজ) পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ধারায় কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোগাক্রান্ত গরুর ৫০ কেজি মাংস জব্দ করাসহ বজলুল রহমান (বটা) কসায়ের মাংসের দোকান সিলগালা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।
এ সময় গরুর মাংসের বিক্রির চৌকিও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির ও মহেশপুর থানার এসআই ফারুক হোসেনসহ একদল পুলিশ।