কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার কৃষকদের নিয়ে একদিনের পাটবীজ উৎপাদনকারী চাষীদের এক দিনের প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০২৫-২০২৬ অর্থ বছরে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ(২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ৭৫ জন কৃষকদের নিয়ে একদিনের পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন-১) মোঃ জিল্লুর রহমান। যশোর জেলা পাট উন্নয়ন অফিসার কে এম আব্দুল বাকী, যশোর জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর পাট উন্নয়ন অফিসের উপসচিব মনিরামপুর মোঃ সেহানুর রহমান, দৈনিক স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হেকমত আলী, কেশবপুর পাট উন্নয়ন অফিসার মোঃ শহিদুজ্জামান, বাগদহ গ্রামের কৃষক ইনামুল ইসলাম, ইসমাইল হোসাইন, সাতবাড়িয়া গ্রামের লিটন হোসাইন, বারইহাটি গ্রামের ইউনুস আলী, পাঁচ বাঁকাবর্শি গ্রামের কৃষক হারুনর রশীদ মিন্টু প্রমুখ। উক্ত পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের একটি করে পাটের তৈরি হাত ব্যাগ দেয়া হয়।