Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒পূজায় ৫দিন বন্ধ থাকার পর চালু

বেনাপোল বন্দর দিয়ে ৮ শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি ও রফতানি

এখন সময়: শুক্রবার, ১৮ এপ্রিল , ২০২৫, ০৭:৫২:২৯ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। এদিন ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি ও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক রফতানি হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতে করে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের মধ্যে সরকারি ছুটি থাকায় গত বুধবার থেকে রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখেন বাংলাদেশি এবং ভারতীয় ব্যবসায়ীরা।

সোমবার সকালে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার থেকে রবিবার পর্যন্ত পাঁচ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সকাল থেকেই আবারও এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতে করে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এদিন ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি ও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক রপ্তানি হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)