Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবিতে গণকমিটির সমাবেশ

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৩৪:৫৩ পিএম

 

মাগুরা প্রতিনিধি: বর্ধিত পৌর কর প্রত্যাহার করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ, মাগুরা টেক্সটাইল মিল চালু ও কর্মসংস্থান সৃষ্টির দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ হয়েছে। বুধবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য সুদেব চক্রবর্তী। সমাবেশ পরিচালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য ভবতোষ বিশ্বাস জয়।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েক গুন বাড়িয়ে দেয়া হয়েছে। পৌর নাগরিকদের সাথে কোনো ধরনের আলোচনা ও নোটিশ ছাড়াই কোন নিয়মে এই কর বৃদ্ধি করা হলো আমরা অবগত নই। অবিলম্বে এই বর্ধিত পৌরকর প্রত্যাহার করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)