নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে ১শ’ ব্যক্তির মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, সমবায় অফিসার রনজিত কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার আফরোজা সুলতানা।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন জানান, উপজেলা পর্যায়ে ২ হাজার ৮৮৫টি ভাতার কার্ড দেয়া দেয়া হবে। এর মধ্যে প্রতিবন্ধী ভাতার কার্ড ১ হাজার ৮৮৫, বয়স্ক ভাতার কার্ড ৬১৮ ও বিধবা ভাতার কার্ড দেয়া হবে ৪৪২টি।