Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুই খেলা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৫:৪৯:০১ এম

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার কোয়াটার
ফাইনালের দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় অংশ নেয় পাতিবিলা ইউনিয়ন ফুটবল একাদশ ও ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৩ গোলে প্রতিপক্ষ পাতিবিলা ইউপি ফুটবল একাদশকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে।
অপর খেলায় অংশ নেয় নারায়নপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরুতে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলার ফলাফল মীমাংসা হয় টাইব্রেকারে। টাইব্রেকারে নারায়নপুর ইউপি ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইল নিশ্চিত করেন।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন যথাক্রমে মমিনুর রহমান মমিন ও জাফর ইকবাল লিটন।এ সময় চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজ কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)