Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত 

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৪:৫০:০০ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের সাগরদাঁড়িতে শনিবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মধুসূদন একাডেমির উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর শাখার পৃষ্ঠপোষকতায় কবির আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃতি, মধুগীতি পরিবেশনসহ মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ। আরও বক্তব্য দেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কবি স.ম তুহিন, হোসাইন নজরুল হক, প্রভাষক সৈয়দ ইমদাদুল হক প্রমুখ। এবার মধুসূদন চর্চা ও গবেষণায় ‘মাইকেল মধুসূদন দত্ত: সময় ও শিল্প’ গ্রন্থের জন্য ‘মধুসূদন একাডেমি পুরস্কার-২০২৩’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রাহেল রাজিব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)