Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কাশিমপুর ও লেবুতলায় চেয়ারম্যান  প্রার্থী বিপুলের নির্বাচনী পথসভা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১০:৪৪:৩৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার কাশিমপুর ও লেবুতলা ইউনিয়নে বিভিন্ন মোড়ে নির্বাচনী পথসভা করেছেন দোয়াত কলম প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শনিবার (১৮ মে) কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। তারপর নূরপুর, বিজয়নগরসহ লেবুতলা ইউনিয়নের মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এসব নির্বাচনী পথসভায় আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আনোয়ার হোসেন বিপুল বলেন, দোয়াত কলম প্রতীকের বিজয় হলে গ্রাম হবে শহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা শতভাগ বাস্তবায়িত করবো। প্রথম পরিকল্পনা হবে স্মার্ট উপজেলা গড়ার জন্য মাস্টারপ্লান করা। সাধারণ মানুষের কল্যাণের জন্য উপজেলা পরিষদের গতিশীলতা বাড়ানো হবে। উপজেলা পরিষদ হবে সেবাধর্মী প্রতিষ্ঠান। কারো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হবে না।

কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহিদের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান লাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর রহমান ঝুমুর, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল কাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কার্তিক পোদ্দার, ইন্তাজ আলী, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল জামান মুকুল, নাজিম মৃধা, ইউপি সদস্য ইকবাল হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান, যুবলীগ নেতা আব্দুস সোবহান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান করিম বিদ্যুৎ, মাহবুবুল আলম বিদ্যুৎ, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল কবির দ্বীপ, যুবলীগ নেতা গাজী রাইয়ান মৌমন ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)