Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আনুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার ইট বিক্রির অভিযাগ

এখন সময়: শুক্রবার, ১৮ এপ্রিল , ২০২৫, ০৭:২০:৫১ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজলার আনুলিয়ায় স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হাজরাখালী খেয়াঘাট (বিছট) থেকে নয়াখালী মসজিদমুখী প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার নির্মাণ করা হয়েছিল। রাস্তাটি বেড়িবাঁধের ওপর হওয়ায় সংস্কার শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নয়াখালী গ্রামের রইচ উদ্দীন সরদারের ছেলে সালাম সরদার, খালেক শেখের ছেলে কবির শেখ, ইমদাদুল শেখ, নজরুল ইসলাম, শেখ মিনারুল, শেখ খোকন শেখ, মনির শেখ ও এছাক শেখ রবিউলের বাড়িতে ২ থেকে ৫ হাজার পর্যন্ত ইট রাখা রয়েছে। ওইসব ব্যক্তিরা বলেছেন, প্রতি হাজার ইট তারা ৭ হাজার টাকা দিয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীনের কাছ থেকে কিনেছেন।
উপজলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, একটি অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)