অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিন মাদরাসায় ফ্রি চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসায় এ চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি আলী হোসেনের আয়োজনে ও নওয়াপাড়া বাজারের এলবি টাওয়ারে পিয়া আই কেয়ার সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চক্ষু ও মাথা ব্যথা বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন ডা. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক ইলাহী বক্স গাজী, মাদরাসার সুপার আব্দুল হক শিকদার, সহসুপার আবু তাহের, অভয়নগর থানার এএসআই রফিকুল ইসলাম, শিক্ষক আমিনুর রহমান, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, মাদরাসার শিক্ষক সোলায়মান হোসেন, রবিউল ইসলাম, আবুল কাশেম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ চার শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়।