খাজুরা (যশোর) প্রতিনিধি : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখায় পদ পেয়েছেন যশোরের বাঘারপাড়ার সন্তান পারভেজ আহম্মেদ। নবগঠিত এ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন তিনি।
গত ২১ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিমুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে এস এম আব্দুর রহিমকে সভাপতি ও এইচ এম কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। অন্যরা হলেন, সহসভাপতি মোখতার মোস্তাফী ও মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল আলেয়া, আনিস উদ্দিন ও জাভেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান খান ও মোহাম্মদ ইমরান, দপ্তর সম্পাদক সুজন, প্রচার সম্পাদক ইজারুল হক মিয়া ও উপপ্রচার সম্পাদক আসিব আনোয়ার।
পারভেজ আহম্মেদ বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারতলির বাসিন্দা। তিনি খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, জহুরপুর খবির-উর-রহমান কলেজ থেকে এইচএসসি, যশোর সরকারি এমএম কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে এলএলবি শেষ বর্ষে অধ্যায়নরত ও দৈনিক যশোর-এর প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন পারভেজ।