Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুলের ইন্তেকাল

এখন সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:২৮:১০ পিএম

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  সোমবার (২০ নভেম্বর) সকালের দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ ছেলে ১মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবরিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভ‚গছিলেন। ভোরের দিকে নিজ বাসায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেখ সিরাজুল ইসলাম ২০১৫ সালে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নাধীন বুজতলা সোনামূখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০১৯ সালের ১৪ অক্টোবর  তিনি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি ও বেনাপোল পৌর আ.লীগের আহবায়ক-এনামুল হক মুকুল। 

শিক্ষকের প্রথম জানাজা যোহর নামাজ শেষে মরহুমের কর্মস্থল বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)