বাঘারপাড়া পৌর প্রতিনিধি : যশোর-৪ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করছেন দু’জন। শনিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা এসএম আলমগীর হাসান রাজীব।
বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। তাই আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক দেবেন তাকেই বিজয়ী করতে হবে। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি এনায়েত হোসেন লিটন, বাঘারপাড়া পৌর মৎস্যজীবীলীগের সভাপতি আবুল কালাম, পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রিপন হোসেন প্রমুখ।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে এসএম আলমগীর হাসান রাজীব বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম, হাসান আল বান্না রাহুল, ফজলুল হক বিপুল, সারোয়ার রানা, ছাত্রলীগ নেতা সোহাগ, নিশান শাকিল প্রমুখ।