নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার উপজেলার বন্দবিলা ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) আওতায় একটি নারী সমাবেশ হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়ভ
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি। জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, প্যানেল চেয়ারম্যান রুমা খাতুন ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা অফিসার রমজান আলী। সমাবেশ পরিচালনা করেন সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান।