মিরাজুল কবীর টিটো : ৯ জেলার ২৪টি বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। একই সাথে ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক অস্থায়ী স্বীকৃতির অনুমতি দেয়া হয়েছে। গত ২৪ অক্টোবর বোর্ডের মঞ্জুুরি কমিটির সভায় এ অনুমতি দেয়া হয়।
এর আগে এ সংক্রান্ত অনুমোদন দেয়ার ব্যাপারে বোর্ডের ক্ষমতা রহিত করেছিল শিক্ষামন্ত্রণালয়। এক বছর পর আবারো সেই ক্ষমতা ফিরিয়ে দেয়ায় বিদ্যালয়ে পাঠদানের ব্যাপারে অনুমোদন দিচ্ছে বোর্ডটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালে ৩০ অক্টোবরের আগে বিদ্যালয়ের পাঠদানের অনুমতি দিতো শিক্ষা মন্ত্রণালয়। তখন ওই ২৬টি বিদ্যালয় শিক্ষামন্ত্রণালয়ের নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করে।
২০২২ সালে ৩০ অক্টোবরের পর শিক্ষা মন্ত্রণালয় যশোর শিক্ষা বোর্ডকে এ সংক্রান্ত অনুমতি দেয়ার ক্ষমতা দেয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৩ জুলাই নীতিমালা সংশোধন করে আবেদনকারী বিদ্যালয়ের ফাইল যশোর শিক্ষাবোর্ডে পাঠিয়ে দেয়া হয়। এরপর ২৬ অক্টোবর বোর্ডের মঞ্জুরি কমিটি এসব বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিয়েছে।
এ অনুমতির আগে প্রতিষ্ঠান প্রধানকে স্থাপনা তৈরির জন্য বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে আবেদনকারী বিদ্যালয়টি থেকে কত দূরে আরেকটি বিদ্যালয় আছে। জমির মালিক বিদ্যালয়ের নামে জমি দিয়েছে কি না। এরপর পাঠদানের অনুমতি দেয়া হয় বলে জানান, বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম।
নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতিপ্রাপ্ত বিদ্যালয়গুলো হচ্ছে, বাগেরহাটের মোল্লাহাট কাহালপুর তেঁতুলবাড়ি এমএম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাহাট নগরকান্দি বাজার ঘোষগাতী ডা. হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাগুরা মহাম্মদপুর সিটি স্কুল এন্ড কলেজ, মহাম্মদপুর বাবুখালী বাঁশো মাছিনাগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদরের পারফেক্ট এডুকেশন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা কালিগঞ্জ উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদরের পাবলিক স্কুল, যশোরের অভয়নগর আফছার মেহেরুন মডার্ণ কলেজিয়েট স্কুল, চৌগাছার রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাঘারপাড়ার হাজী বাগু বিশ্বাস শমসের বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শলুয়া নরসিংহপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সদরের বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দায়তলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টমেন্ট বোর্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার সবলপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আলুকদিয়া আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল, মেহেরপুরের পরীরতলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা জাহানাবাদ ইংলিশ স্কুল, কুষ্টিয়ার প্রতীতি বিদ্যালয়, হাসিব ড্রীম স্কুল কলেজ, ঝিনাইদহ সদরের বৈডাঙ্গ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক অস্থায়ী স্বীকৃতির অনুমতি প্রাপ্ত বিদ্যালয় ২টি হচ্ছে, খুলনা ফুলতলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুল।