Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি তালা থানার মোমিনুল

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৫:১৪:০১ এম

 

পাটকেলঘাটা প্রতিনিধি : খুলনা রেঞ্জের মধ্যে ওয়ারেন্ট তামিলে তালা থানা প্রথম স্থান অধিকার করায় সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ সন্মাননা পেয়েছেন তালা থানার ওসি মোঃ মোমিনুল ইসলাম-পিপিএম। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত সেপ্টেম্বর/২৩ মাসের মাসিক কল্যাণ সভায় খুলনা রেঞ্জের মধ্যে ব্যক্তিগত কর্মদক্ষতার জন্য তিনি চৌকস ওসি হিসাবে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান- পিপিএম এর নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান- পিপিএম এর সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমেন্ড অপারেশন) মোঃ আমনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,সহকারী পুলিশ সুপার দেবহাটা ও আশাশুনি সার্কেল এসএম জামিল আহমেদ, তালা ও পাটকেলঘাটা সার্কেল এএসপি সাজ্জাদ হোসেন,তালা থানার ওসি মোমিনুল ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি মহিদুল ইসলাম, ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, কালিগঞ্জ থানার ওসি মামুন রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)