খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে ‘টেকসই উন্নয়নে বায়োটেকনোলজি’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার সকাল ১১টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিই ডিসিপ্লিন প্রধান ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজিই ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো ‘টেকসই উন্নয়নে বায়োটেকনোলজি’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর (শনিবার) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এই আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ এবং বায়ো-জিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক। প্লেনারি স্পিকার থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জেল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সচিব প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিসিপ্লিনের শিক্ষক ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য প্রফেসর ড. মো. রায়হান আলী, প্রফেসর ড. এনায়েতুল বাবর এবং প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।