Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখতে হবে: ফরিদ

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৮:১৪:৩৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেছেন, সামনে আসছে শারদীয় দুর্গাপূজা। এই উৎসব সামনে রেখে যেকোন মূল্যে সদর উপজেলা এলাকায় সম্প্রীতি বজায় রাখতে হবে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। কোন অবস্থাতেই যেন সম্প্রীতি নষ্ট না হয়। কারণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বাধীনতার পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে নাশকতামূলক কর্মকা- করতে পারে। তাদের ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার কোন বিকল্প নেই। উপজেলা পরিষদের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী হবে।

সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলে। উপজেলা পরিষদের সভা কক্ষে মঙ্গলবার বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দেয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করে আমাদের কাছে প্রত্যয়নপত্র নিতে পাঠায়। কিন্তু আমাদের কোন চিঠি দেয় না। এতে আমরা বিপাকে পড়ি। সবাই এসে আমাদের কাছে কার্ড চাই। আমরা দিতে পারি না। একই কথা বলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন ও চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, সারা দেশে ২ লাখ বয়স্ক ও বিধবা ভাতার কার্ড সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। প্রতিটি ইউনিয়নে এই কার্ড পাবে ১০ থেকে ১৫ জন। চেয়ারম্যানরা একক ক্ষমতায় এ কার্ড দিতে পারবেন না। এজন্য ইউয়িনে কমিটি আছে। তারা এগুলো নির্ধারণ করে।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, সদর উপজেলায় আলু ও সারের কোন সংকট নেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা বলেন, পিপিআর রোগে গ্রামে অনেক ছাগল মারা যায়। খুব শিঘ্রই পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. আবু মাউদ বলেন,  ডেঙ্গু রোগে এখন মানুষ মারা যাচ্ছে। যশোর জেলা এ রোগের বাইরে নয়। সদরের ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামে ঘরে ঘরে মানুষ জ¦রে আক্রান্ত। শুধু এসি’র পানিতে মশা জন্মে না, এখন সব জায়গায় মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতি সবাই মিলে মোকাবিলা করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)