Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ১২ মে , ২০২৫, ০২:২৪:৪৪ এম

 

খুলনা প্রতিনিধি : ‘পাবলিক হেলথ ডেটা ম্যানেজমেন্ট এন্ড রেকর্ড কিপিং সিস্টেম ফর সিটি কর্পোরেশন’’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। সিডিসি ও সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় প্রস্তাবিত ‘এসট্রেনদিং আরবান পাবলিক হেলথ সিস্টেম’ প্রজেক্টের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পীড়িতদের সঠিক চিকিৎসা প্রদানসহ নাগরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য রোগ সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তথ্যগত ভুলের কারণে অনেককেই ক্ষতির সম্মুখিন হতে হয়। তিনি বলেন, নানা কারণে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। সে কারণে পরিবেশের সুরক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পরিবেশ ভাল থাকলে আমরাও ভাল থাকবো বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, সেভ দ্যা চিলড্রেন-এর পাবলিক হেলথ এপিডেমিওলজিস্ট ডা. মো: সাইমন, সিডিসি’র সিনিয়র ম্যানেজার উজ্জ্বল কুমার রায়, টেকনিক্যাল স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। কর্মশালায় কেসিসি’র স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)