Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ফাইনালে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৪:০৪:২৩ এম

ক্রীড়া প্রতিবেদক: যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের খেলা(নক আউট পর্ব) সোমবার শুরু হয়েছে। প্রথম খেলায় জয় পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। এ জয়ে লিগের ফাইনালে উঠলো তারা। গতকাল সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত একমাত্র খেলায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ৪৪ রানের ব্যবধানে পরাজিত করে বিপ্লব শহীদ স্মৃতি সংসদকে। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে  ২২৯ রান করে। দলের  পক্ষে দিপু ৯৫, প্রান্ত ৪৮ ও মেহেদী ১২ রান। অতিরিক্ত থেকে আসে ২৮ রান। তাদের নিপু ৩৩ রানে ও জুয়েল ৩০ রানে উভয়ে ৪ টি উইকেট পান। জবাবে,২২ ওভার ৫ বলে ১৮৫ রানে অলআউট হয়ে যায় বিপ্লব শহীদ স্মৃতি সংসদ। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। তাদের মোমিন ৪১, মেজো ৩৮, রাসেল ৩০,কোরবার ১৯ ও ইমরান ১৪ রান করনে। দলের পক্ষে সাগর ৪২ রানে একাই নেন ৫ টি উইকেট। আজকের খেলা ঃ মুরাদ স্মৃতি সংঘ বনাম চৌগাছা ক্রিকেট ক্লাব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)