Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টে ভৈরব কিংস ও চিত্রা ক্যাপিটালস জয়ী

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৫:২৩:৪৯ এম

 

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টে(ডে-নাইট) জয় পেয়েছে ভৈরব কিংস ও  চিত্রা ক্যাপিটালস।  যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় ভৈরব কিংস টাইব্রেকারের ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে কপোতাক্ষ ডায়নামিককে। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। খেলার নির্ধারিত সময়ে ভৈরব কিংসের আনোয়ার ম্যাচের প্রথম মিনিটে এবং  কপোতাক্ষ ডায়নামিকের লাল্টু ৪৭ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। ম্যাচ সেরা হন ভৈরব কিংসের মুন্না। এদিকে, রোববার সন্ধ্যার খেলায় অংশ নেয় ভৈরব কিংস ও চিত্রা ক্যাপিটালস। ম্যচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি গড়াই টাইব্রেকারে। পরে চিত্রা ক্যাপিটালস টাইব্রেকারের ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ভৈরব কিংসকে। উভয় দলের গতকাল ছিলো টুর্নামেন্টর  দ্বিতীয় খেলা। খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে চিত্রা ক্যাপিটালসের মান্না দে লিটু একটি দূর্দান্ত গোল করেন। চিত্রা ক্যাপিটালস প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে জয়ের গোলে ১-১ এ সমতায় ফেরে ভৈরব কিংস। আজ সোমবার টুর্নামেন্টর ২ টি ম্যাচ হবে। সোনালী অতীত ক্লাব যশোরের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার  ফুটবল পরিষদের আয়োজনে ৬টি দল নিয়ে হচ্ছে এ টুর্নামেন্ট।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)