Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৪:৩৫:৩১ এম

 

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু (বালক অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে। রোববার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের আয়োজক কালীগঞ্জ উপজেলা প্রশাসন। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার টুর্নামেন্টের উদ্বোধন করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।

পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। রোববার উদ্বোধনী দিনের খেলায় ১ নম্বর সুন্দরপুর ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইবেকারে জামাল ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। একই দিন দ্বিতীয় খেলায় কোলা ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)