Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ট্রেড লাইসেন্স জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ১১:১৩:৪৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: শার্শার বাগআঁচড়ার মেসার্স গাজী অটোসের ট্রেড লাইসেন্স জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজারসহ দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বাগআঁচড়ার মৃত জাহাঙ্গীর কবিরের ছেলে প্রতিষ্ঠানের মালিক জিএম সাইফুল আজম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনী। আসামিরা হলো,বাগআাঁচড়া গ্রামের হাবির রহমানের ছেলে ও প্রতিষ্ঠানের ম্যানেজার মাহবুবুর রহমান ও তার পিতা হাবিবর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, বাগআঁচড়ার গাজী স্টোরের মালিক জাহাঙ্গীর কবিরের মৃত্যুর পর তার একমাত্র ছেলে জিএম সাইফুল আজম ওয়ারেশ সুত্রে এ প্রতিষ্ঠানের মালিক হন। জিএম সাইফুল ইসলাম পরবর্তীতে নিলয় মটরস লিমিটেডের ডিলার নিয়ে মেসার্স গাজী অটোস নামে ব্যবসা শুরু করেন। দুইটি ব্যবসা প্রতিষ্ঠান এক পরিচালনায় সমস্যা দেখা দেয়ায় তিনি মাহাবুবুর রহমানকে মেসার্স গাজী অটোসের ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। ম্যানেজার বিশ^স্ততার সাথে ভালো ব্যবসা পরিচালনা করছিলেন। এর মধ্যে সাইফুল আজম অসুস্থ হয়ে পড়ায় ব্যবসার যাবতীয় কার্যক্রম ম্যানেজার মাহাবুবুর রহমান দেখভাল করছিলেন। অসুস্থতার সুযোগে ম্যনেজার মাহাবুবুর রহমান জালিয়াতির মাধ্যমে গাজী অটোসের ট্রেড লাইসেন্সের নাম পরিবর্তন করে মালিকের জায়গায় তার পিতার নাম ব্যবহার ও ব্যাংক হিসাব খুলে নিলয় মটরসের সাথে লেনদেন করেন। কিছুটা সুস্থ হয়ে সাইফুল আজম ম্যানেজারের কাছে ব্যবসার হিসাব চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে সাইফুল আজমের অভিযোগের ভিত্তিতে শার্শা থানা ও ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় এক সালিশে ২০২০ সালের ৮ মার্চ ম্যানেজারের বিনিয়োগকৃত ৮ লাখ টাকা চেয়ারম্যানের ম্যাধমে ফেরত দেয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কাগজপত্র ও চেক বই ফেরত দেয়ার কথা থাকলেও না দিয়ে ঘোরাতে থাকেন ম্যানেজার। একই সাথে নিলয় মটরসের সাথে ব্যবসার ৪২ লাখ ৫৬ হাজার ৩০০ টাকার লভ্যাংশ ম্যানেজার গ্রহণ করে আত্মসাৎ করেছেন। গত ১৪ এপ্রিল আসামিদের কাছে ব্যবসার প্রতিষ্ঠানের লভ্যাংশের টাকা, কাগজপত্র ও চেক বই ফেরত চাইলে দিবেননা বলে জানিয়ে দেন। নিরুপায় হয়ে সাইফুল আজম বৃহস্পতিবার আদালতে এ মামলা করেছেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)