Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒পদ্মা রেঞ্জার্স’র উড়ন্ত সূচনা

মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৫:১২:০৭ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে শুক্রবার শুরু হয়েছে দ্বিতীয় মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্ট (ডে-নাইট)। উদ্বোধনী খেলায় পদ্মা রেঞ্জার্স ও মেঘনা লায়ন অংশ নেয়। জয় পেয়েছে পদ্মা রেঞ্জার্স। শুক্রবার রাতে ফ্লাড লাইটে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে মেঘনা লায়নকে। পদ্মা রেঞ্জাসর্সের পক্ষে হাফিজুর রহমান একাই ২ টি গোল করেন ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৪ ও ২১ মিনিটে। খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিলো। ম্যচ সেরা হন পদ্মা রেঞ্জাসর্সের হাফিজুর রহমান। সোনালী অতীত ক্লাব যশোরের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার  ফুটবল পরিষদের আয়োজনে ৬টি দল নিয়ে হচ্ছে এ টুর্নামেন্ট। দেশের ঐতিহ্যবাহী ৬টি নদীর নামে দলের নামকরণ করা হয়েছে। টুর্নামেন্টের অংশ গ্রহণকারী দল সমূহ- ভৈরব কিংস, চিত্রা ক্যাপিটাল, কপোতাক্ষ, ডায়নমিক, মধুমতি টাইটানিক, পদ্মা রেঞ্জার্স ও মেঘনা লায়ন। খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাব যশোরের উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম শরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ বিপুল, টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক শামস-উল-বারী শিমুল, সাবেক ফুটবলার হালিম রেজা, যশোর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের সম্পাদক এনাম মাহমুদ খান বাবু, সোনালী অতীত ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাদ প্রমুখ। টুর্নামেন্ট কমিটির আহবায়ক এবিএম আখতারুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)