Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আর্জেন্টিনার ক্লাবে ডাক পেলেন যশোর শামস-উল-হুদা একাডেমীর স্বাধীন

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৫:৩৮:০৫ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরের শামস উল হুদা একাডেমীর ফুটবলাররা নজর কাড়ছেন দেশ-বিদেশের বিভিন্ন ক্লাবের। সম্প্রতি একাডেমির তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীনকে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল অ্যাথলেটিকো ভিলা সান কার্লোস ক্লাব। একাডেমি সূত্রে জানা যায়, স্বাধীনকে সান কার্লোস ক্লাবের সঙ্গে অনুশীলনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে এক চিঠির মাধ্যমে। আগামী ১৫ আগস্টের মধ্যে স্বাধীনকে যোগ দিতে হবে আর্জেন্টাইন ক্লাবে। সান কার্লোস ক্লাবের সঙ্গে স্বাধীনের যোগাযোগ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ট্রেনার অ্যারিয়েল কোলম্যানের মাধ্যমে। তিনি একজন আর্জেন্টাইন। কোলম্যান গত ৭ মার্চ তিনদিনের সফরে যশোরে আসেন। এ সময় শামস-উল-হুদা একাডেমী পরিদর্শন করেন। স্বাধীনের খেলা দেখে মুগ্ধ হন তিনি। তার উদ্যোগে পাঠানো স্বাধীনের ভিডিও নজর কাড়ে একাডেমি কার্লোস ক্লাব কর্মকর্তাদের। আর্জেন্টিনায় এক মাসের অনুশীলন করবেন স্বাধীন। ভালো করতে পারলে ক্লাব ওর সঙ্গে চুক্তিও করতে পারে। আর সেটা না হলেও একমাসে ও অনেক নতুন কিছু শিখবে। বাংলাদেশে আর্জেন্টিনার অ্যাম্বাসি না থাকায় ঈদের পর ভারতে গিয়ে ভিসার ব্যবস্থা করতে হবে স্বাধীনকে। এ বিষয়ে সবরকম সহায়তা করবে একাডেমী। স্বাধীন বলেন, একমাসের অনুশীলনে অনেককিছু শিখতে পারবো। আর ট্রায়ালে টিকে গেলে সেখানে খেলার সুযোগ পাবো। আমি সুযোগটা তাই কাজে লাগাতে চাই। এর আগে যশোর শামস-উল-হুদা একাডেমী থেকে ২০১৩ সালে ইংল্যান্ডের বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন হাফিজুর রহমান। ২০২২ সালে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলনের সুযোগ পান যশোরের বাঘারপাড়ার নয়ন হোসেন। তিনিও শামসুল হুদা একাডেমীর পরিচর্যায় বেড়ে ওঠা ফুটবলার। স্বাধীন বয়সভিত্তিক ফুটবলের পরিচিত মুখ। খেলেছেন ২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যুব দল নিয়ে অনুষ্ঠিত বাফুফে অনূর্ধ্ব-১৮ লিগে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। আগামী মৌসুমে শেখ জামালের মূল দলে শামস উল হুদা একাডেমীর পাঁচ ফুটবলারের নিবন্ধন হওয়ার কথা। তাদের একজন স্বাধীন। তিনি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন ২০২১ সালে। সেখানে ছয় গোলের সঙ্গে আট এসিস্ট করে সবার নজর কাড়েন। স্বাধীন ২০১৬ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ সুপার মখ কাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। ছিলেন ২০১৭ সালের নেপালের মাটিতে আয়োজিত অনূর্ধ্ব-১৫ সাফ দলের অংশ। খেলেছেন ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ আসরে। আর্জেন্টিনার ক্লাব থেকে ডাক পাওয়ায় উচ্ছসিত স্বাধীন বলেন, ‘আমার কাছে পুরো বিষয়টা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি নিজে ছোটবেলা থেকে আর্জেন্টিনা আর লিওনেল মেসির ভক্ত। আর্জেন্টিনায় আমি ফুটবল অনুশীলন করতে যাব, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। স্বাধীনের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুল করিম নিজেও ফুটবল খেলেছেন সেনাবাহিনী দলের হয়ে । বাবার উৎসাহে তিনি বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন। সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন শামস-উল-হুদা একাডেমীর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, একাডেমী কর্মকর্তা ও প্রশিক্ষকদের প্রতি । উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আর্জেন্টিনার প্রতি উন্মাদনা নজর কাড়ে বিশ্ব গণমাধ্যমের। আর্জেন্টিনার ফুটবলের কর্তাব্যক্তিরাও হয়ে ওঠে বাংলাদেশের ফুটবলের প্রতি আগ্রহী। এরই মধ্যে ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। যে চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের উঠতি ফুটবলারদের সুযোগ দেয়া হবে আর্জেন্টিনায় প্রশিক্ষণ নেয়ার। আর ভাগ্যবান হিসেবে প্রথম সুযোগটি পাচ্ছেন স্বাধীন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)