Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর

এখন সময়: সোমবার, ১২ মে , ২০২৫, ০২:৩৯:৫২ এম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে প্রতিষ্ঠান ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্লান্ট হস্তান্তর করা হয়।

উপকূলীয় জনগোষ্ঠির বিশেষায়িত নারীদের জলবায়ু পরিবর্তন জণিত লবণাক্ততা মোকাবেলার অভিযোজন সংরক্ষমতাবৃদ্ধি করণ প্রকল্পের আওতায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন ও সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুজ্জামান। কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রকল্প পরিচালক ও জিসিএ প্রকল্পের যুগ্মসচিব ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (চ.দা.) সহকারী কমিশনার (ভূমি) দিপারানী সরকার ও ফাতেমা খাতুন। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মহিষাডাঙ্গা হাই স্কুলের সভাপতি অধ্যাপক হিরুলাল বিশ্বাস, প্রধান শিক্ষক শংকর কুমার গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি ও অতিথিবর্গ বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা প্রকল্পের কাগজপত্র হস্তান্তর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)