আশাশুনিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বিশেষ মহড়া

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:২৯:৫৪ পিএম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ঘুর্ণিঝড় ”মোখা মোকাবেলায় বিষয়ে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টায় আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে মহড়া পরিচালনা করেন ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল। এ সময় তিনি বলেন, ওয়াটার রেসকিউ টিম, সার্স টিম ও ফাস্ট এইড টিম গঠন এবং তাদের দায়িত্ব অর্পণ করেছি। ঘূর্ণিঝড় ‘মোখার পূর্ব প্রস্তুতি হিসেবে আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃক স্থানীয় মানুষদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিম প্রয়োজনীয় অনুযায়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সাথে ঘূর্ণিঝড় ‘মোখার উদ্ধার কাজে অংশ গ্রহণ করবে। তাই আতঙ্কিত না হয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। বিপদকালীন সময়ে আপনাদের জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসকে সংবাদ দিন। ফায়ার সার্ভিসের লোক আপনাদের পাশে সর্বসময় সহযোগিতার জন্য আছে। ঘূর্ণিঝড় ‘মোখাসহ কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের মোবাইল ০১৩১৩৪২৫৯২০ যোগাযোগ করবেন। সতর্কতামূলক বিশেষ মহড়া পরিচালনা কালে ফায়ার স্টেশনের চৌকস ফায়ার ফাইটার মো. ইমরান সেখ শিমুলের সঞ্চালনায় এসময় স্টেশনের কর্মকর্তাসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।