Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

এখন সময়: সোমবার, ১২ মে , ২০২৫, ১২:৩৪:১১ এম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় দৈনিক বর্তমান কথা ও সুন্দরবন টুয়েন্টিফোরের শরণখোলা প্রতিনিধি শাহিন হাওলাদার গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাংবাদিক শাহিনের পারিবারিক সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে উপজেলার আমড়াগাছিয়া থেকে মোটরসাইকেল করে রায়েন্দা বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে এসএ ট্রাভেল পরিবহনের একটি গাড়ির বক্সের দরজার সাথে ধাক্কা লাগে। তার বাম চোখের উপরের অংশ আঘাত লেগে ভেঙে যায় তখন। বাম চোখে এখন কিছুই দেখতে পারছেনা তিনি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে শরণখোলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, চোখের উপরের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)