Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

এখন সময়: সোমবার, ১২ মে , ২০২৫, ০২:৩৫:৩৯ এম

 

মাগুরা প্রতিনিধি :  জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার বিকেলে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের সূচনা হয়েছে ।  কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মেডিসিন কনসালটেন্ট ডাঃ জুলি চৌধুরী, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ সোহেল আশরাফ, সার্জারি কনসালটেন্ট ডাঃ ফেরদৌস রায়হানসহ অন্যরা । প্রধান অতিথি ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান জানান, বৈকালিক স্বাস্থ্য সেবায় সেবাদানকারী চিকিৎসকগণ সরকার নির্ধারিত ফি গ্রহণ করবেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব বিষয়ের বিশেষজ্ঞ কনসালটেন্টের শূন্যপদ পূরণ করা হবে। অনুষ্ঠানে চিকিৎসক, সাংবাদিক, নার্সগণ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)