Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোটরসাইকেলে পাচারের সময় ঝিকরগাছায় এক কেজি সোনাসহ দুইজন আটক

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:৫৪:১৩ এম

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছায় প্রায় এক কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বেলা ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর বুড়োর দরগাহ থেকে তাদেরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ পিস সোনার বার পাওয়া যায়। সোনার বারসহ আটক  মহিবুল (৩২) নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরের আউয়াল মোল্লার ছেলে ও বেনাপোল পোর্ট থানার ঘিবা এলাকার শহিদুল ইসলামের ছেলে আল-আমিন (২৭)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুইজন ভারতে সোনা পাচারের উদ্দেশে যাচ্ছে এমন খবর পেয়ে ঝিকরগাছার কীর্তিপুরে তাদের গতিরোধ করে (গোয়েন্দা) ডিবি পুলিশ। তখন তাদের কাছে থাকা ৪টি সোনার বার উদ্ধার করা হয়। এ বিষয়ে ঝিকরগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, ডিবির ওসি রুপন কুমার সরকার ও ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)