Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে বাস সড়কের পাশের দোকানে, আহত ৫

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:১৩:৫৩ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কে সাদপুর ব্রীজের পাশে একটি যাত্রীবাহী বাসের পাতি ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশর্^বর্তী একটি দোকানে ঢুকে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী। আহতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বদর উদ্দীন (৭৬), কালিকাপুর গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে নজরুল ইসলাম (৬২), খড়মি গ্রামের আজহার আলীর ছেলে শহীদ হোসেন (৩৭), একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মুজিবর রহমান (৪০) ও ভদ্রখালী গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা যাওয়ার সময় যাত্রীবাহী বাস (যশোর জ-১১-০১৩৫) সাদপুর ব্রীজে উঠার পূর্ব মুহূর্তে পাতি ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ব্রীজের পাশে একটি সোলের (ককশিট) দোকানে ঢুকে পড়ে। এতে বাসের ৫ যাত্রী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)