Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভরণ-পোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে আদালতে বাবার মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:০৮:১০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ভরণ-পোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে যশোরের একটি আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের বেড়বাড়ি গ্রামের ইসহাক মোড়ল তার ছেলে লোকমান মোড়লের বিরুদ্ধে মামলাটি করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

মামলায় বলা হয়েছে, লোকমান মোড়লের মাতা তার বাবা ইসহাক মোড়লকে তালাক দিয়ে চলে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তাকে দেখাশোনা করার মত একমাত্র ছেলে লোকমান ছাড়া আর কেউ নেই। এর আগে তিনি অসুস্থ হলে লোকমান বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এক্ষেত্রে শর্ত ছিল তার মৃত্যুর আগ পর্যন্ত লোকমান বাবার ভরণ-পোষণের দায়িত্ব পালন করবে। গত ১ মার্চ দুপুরে ছেলে লোকমানের বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে তাকে জানিয়ে দেয়া হয় কাল থেকে আর খাবার দিতে পারবেনা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বাবাকে লোকমান বাড়ি থেকে গালিগালাজ ও মারধর করে তাড়িয়ে দেন। এরপর থেকে লোকমান তার বাবার আর খোঁজখবর নেয়নি। নিরুপায় হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে মামলা করেছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)