Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় শিলা বৃষ্টি ও ঝড়ে ২৫ হেক্টর ফসলের ক্ষতি

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:৪৭:১৭ পিএম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার বিকেলে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে মাঠে থাকা বিভিন্ন ফসল ও ফল বাগানের ক্ষতি হয়েছে। অনেক এলাকায় উপড়ে গেছে বড় বড় গাছ। অন্তত ৫০টি স্থানে রাস্তার পাশের গাছ উপড়ে বৈদ্যুতিক তারের উপর পড়ায় শনিবার বিকাল ৫ টা থেকে রোববার দুপুর পর্যন্ত  বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন ছিল। শনিবার রাত ১২ টার দিকে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মাগুরা জেলা সদরসহ উপজেলার রামনগর, লক্ষ্মিকান্দর, বেলনগরসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মাগুরা কৃষি সম্প্রসারণের তথ্য সংগ্রহের দায়িত্ব থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ বিশ্বাস জানিয়েছে, ঝড় ও শিলা বৃষ্টিতে জেলার ৪ উপজেলায় ২৫ হেক্টর জমিতে থাকা ভুট্টা, ধান, পেঁপে, কলা, আম, লিচু ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। মোট ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)