Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জীবন্ত মানুষ ঘড়ির নাম ‘মদন ঘড়ি’

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০২:১৮:০১ পিএম

 

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার পাঁজিয়ার মাদারডাঙ্গা গ্রামের পূর্ব পাড়ার প্রনব বসু একজন অল্পশিক্ষিত মানুষ। তার পিতা অধীর কুমার বসুর (কেতু বসু)। প্রনব বসু (মদন ঘড়ি) অলৌকিক ক্ষমতায় ঘড়ি ও অন্য কোনো কিছু না দেখে সময়ের ঘন্টা, মিনিট, সেকেন্ড বলে দিতে পারেন। পাঁজিয়া বাজারে তাকে দেখলেই অনেকে তাকে পরীক্ষা করার জন্য কাছে ডেকে নিয়ে সময় জানতে চান। তিনিও খুব সহজে ঘড়ি ও অন্য কোনো কিছু না দেখে ঘন্টা, মিনিট ও সেকেন্ড ঠিক ঠাক বলে দিয়ে থাকেন। তাই এলাকাবাসী তার নাম দিয়েছেন জীবন্ত ঘড়ি ওরফে মদন ঘড়ি।

তাই ‘মানুষ ঘড়ির জন্ম ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। মানুষ ঘড়ির জন্ম নেয়ায় অনেকে তাকে নিয়ে কবিতা লিখেছেন। সময় নির্ণয়ক যন্ত্রগুলোকে তার কাছে হার মানবে এমনটা দাবি পাঁজিয়াবাসীর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)