Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় দুইজন হতাহত

এখন সময়: সোমবার, ১২ মে , ২০২৫, ১২:৩৯:৩৫ এম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন হতাহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শরণখোলা মোড়েলগঞ্জের মধ্যবর্তী কেয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরণখোলা হাসপাতাল এলাকার আনোয়ার ফার্মেসীর মালিক আ.  রহিম খান (৪০) ও ১৪ নম্বর মঠেরপাড় সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুজ্জামান বিপ্লব মোটরসাইকেলে মোড়েলগঞ্জের জিলবুনিয়া পীর সাহেবের বাড়ি থেকে ফেরার পথে শরণখোলা মোড়েলগঞ্জের মধ্যবর্তী কেয়ার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হন। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।

খুলনা যাওয়ার পথে আঃ রহিম মৃতুবরণ করেন। আহত দিদারুজ্জামান বিপ্লব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)