Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপোতাক্ষ নদের তীরে মাটি খুঁড়ে মিললো ২৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:৫৮:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে মাহতাবনগর এলাকা থেকে ২৬ রাউন্ড গুলিসহ এসএমজির একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। কপোতাক্ষ নদের তীরে মাটি খুঁড়তে গিয়ে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি গুলিভর্তি ম্যাগজিনটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন। পুলিশের ধারণা উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন স্বাধীনতা যুদ্ধের সময়কার।
মণিরামপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আব্দুল মোতালেব কপোতাক্ষ নদের খননকৃত মাটি পাড়ে উত্তোলনের পর কোদাল দিয়ে সমান করার কাজ করছিলেন। এসময় কোদালে একটা বক্স সাদৃশ্য বস্তুতে আঘাত লাগে। তিনি বক্সটি উঠিয়ে বাড়িতে নিয়ে যান। তিনি কাউকে না জানিয়ে বক্সটি রেখে তারাবির নামাজ আদায় করতে মসজিদে চলে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে বক্সটি টিউবওয়েলের পানিতে পরিষ্কার করে গুলি ভর্তি দেখতে পান। এরপর তিনি বিষয়টি মোবাইল ফোনে মণিরামপুর থানার ওসিকে জানান। সংবাদ পেয়ে পুলিশের একটি দল গিয়ে এসএমজির ১টি ম্যাগাজিনের ভিতর মরিচাধরা ২৬ রাউন্ড গুলি জিম্মায় নেয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন স্বাধীনতা যুদ্ধের সময়কার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)