যশোরে উদ্যোক্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০২:৫৫:৪৩ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে উদ্যোক্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কর্মশালার সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়। যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভা কক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন কর্মশালাটির আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন নাসিব যশোরের সভাপতি সাকির আলী। ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প ফাউন্ডেশনের ম্যানেজার সালমা সুলতানা কর্মশালায় সভাপত্বি করেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল গণি, নাসিবের পরিচালক তৌহিদুর রহমান বাবু, মোল্যা ফিসের সত্ত্বাধিকারী মাকিবুর রহমান, নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ, দিবা মজুমদার প্রমুখ। আলোচনা শেষে ৩০ জন উদ্যোক্তার মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।