Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০২:২২:২৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে হাজিরা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে আমিনুর রহমান এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালে সদরের চান্দুটিয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে হাজিরা খাতুনকে বিয়ে করেন আমিনুর রহমান। দাম্পত্য জীবনে তাদের জুঁই নামে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। যার বর্তমান বয়স ৬ বছর। সংসার জীবনে তার স্ত্রী হাজিরা খাতুন বরাবরই উদাসীন। কারণে অকারণে বাড়ির বাইরে চলে যেতেন। স্বামীর সাথে দুর্ব্যবহার করতেন। ফলে তাদের দাম্পত্যে কলহের সৃষ্টি হয়। এই অবস্থা চলাকালে এক পর্যায়ে হাজিরা খাতুন সন্তানকে নিয়ে পিতার বাড়িতে চলে যান। গত ১ জানুয়ারি আমিনুর রহমান লোক মারফত জানতে পারেন, হাজিরা খাতুন তাকে তালাক না দিয়েই অন্যত্র বিয়ে করেছেন। এ খবর পেয়ে ওইদিন বিকেলে তিনি চান্দুটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি তার মেয়েকে শ্বশুর শাশুড়ির কাছে দেখতে পান। পরে তিনি শ্বশুর-শাশুড়ির কাছে থেকে জানতে পারেন হাজিরা খাতুন ২০২০ সালের ২৩ আগস্ট ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে আশিকুল ইসলামকে বিয়ে করেছেন। বর্তমানে হাজিরা খাতুন দ্বিতীয় স্বামীর বাড়িতে অবস্থান করছেন। পরবর্তীতে আমিনুর রহমান ওই বিয়ের কাবিননামা সংগ্রহ করে দেখতে পান, তাকে তালাক না দিয়েই আশিকুল ইসলামকে বিয়ে করেছেন হাজিরা খাতুন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)