মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৪:২৭:২৪ পিএম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা শহরতলীর হাসপাতাল পাড়াস্থ কাজী আব্দুল হক মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা  এবং দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি বলরাম বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ডা: তাসুকুজ্জামান, বিডিআরএম মাগুরা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সুবোধ বাগদি, মিন্টু দাস, অসীম বিশ্বাস, দিপালী রানী, মুন্নী রাণী, স্বপন কুমার দাস,শাপলা রাণী কর্মকার,অপূর্ব কুমার বিশ্বাস প্রমুখ । সমাবেশে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উখাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে, জাতীয় সংসদের বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে এবং সরকারি  বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান তারা ।