Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় ২০০ ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০১:৫৯:৩৯ পিএম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। এসময়ে তিনি বলেন, ৪র্থ পর্যায়ে উপজেলায় ২শত ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। আজ বুধবার সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরের চাবি হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। এনিয়ে এ উপজেলায় মোট ১হাজার ৫শ উপকারভোগী এই সুবিধার আওতায় আসছে। প্রধানমন্ত্রীর এ মহতি উ˜েদ্যাগ বাস্তবায়নে অংশ গ্রহণ করতে পেরে তিনি ধন্য এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন,পর্যায়ক্রমে সকল ভূমিহীন পরিবার আগামীতে এ সুবিধার আওতায় আসবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)