Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : এমপি বাবু

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৫:৫০:১৮ পিএম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ মঙ্গলবার বেলা ১১ টায় কপোতাক্ষ কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা যুবলীগের  আয়োজনে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড় এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি নেতা কর্মীদের উপস্থিতি সন্তোশ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  চৌধুরী মোহাম্মা রায়হান ফরিদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।

উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রবার্ট বাবুল ঘোষ নিক্সন, হারুন আর রশিদ,বিধান রায়, কবির আহম্মেদ মনা, রাফেল হোসেন বাবু, তরিকুল ইসলাম সুমন, তালিউর রহমান সানি, তাপস জোয়াদ্দার, সাগর শেখ, যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আব্দুস সামাদ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা, মাসুম বিল্লাহ, অ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, উলিউর রহমান খোকা, রিয়াজুল ইসলাম, উজ্বল, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, হুমায়ূন কবির নিউটন প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)