Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কয়রায় সেচ দেয়ার পাইপ ভেঙে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৫:২২:১৮ পিএম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে বোরো ধানে সেচ দেয়ার পাইপ ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। যার ফলে সেচ দিতে না পারায় ৩৫ জন কৃষকের ৭০ বিঘা জমির বোরো ধান শুকিয়ে মারা যাচ্ছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের চাষীরা প্রতিকার চেয়ে রোববার সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে চাষীদের পক্ষে লিখিত বক্তব্যে ৩ নম্বর কয়রা গ্রামের কৃষক হাবিবুল্লাহ গাজী জানান, ৩৫ জন কৃষক মিলে কয়রা মৌজার ৩ নম্বর কয়রা বিলে ৭০ বিঘা জমিতে চলতি বোরো মৌসুমে ধান রোপণ করেছি। চাষাবাদের জন্য ওই বিলের মোশারফ হোসেনের স্যালো মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করে সেচ কার্য পরিচালনা করছি। সম্প্রতি জায়গা জমির বিরোধ এবং পুর্ব শত্রুতার জের ধরে গত ৭ মার্চ মোশারফ হোসেনের প্রতিপক্ষ একই এলাকার ইজাজুল গাজী গংরা ৪৫০ ফুট স্যালো মেশিনের ডেলিভারী লাইনের পাইপ প্রকাশ্য দিবালোকে ভেঙে দিয়েছে। সেই থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় ফসলি জমির ধান শুকিয়ে মারা যাচ্ছে। এতে করে অসহায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া তাদের মোটরও ভেঙে দিয়েছে। কয়েক দফা চেষ্টা করেও কোনো প্রতিকার মেলেনি। পাইপ ভেঙে দেয়ার বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত ইজাজুল গাজী বলেন, মোশারফ গাজী আমার মামা। আমার মামার স্যালোর পাইপ আমার জমির উপর দিয়ে নিয়ে গেছে। সম্প্রতি আমাকে এলাকা থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে জানতে পেরে রাগান্বিত হয়ে আমি আমার মামার স্যালো মেশিন থেকে পানি সরবরাহ করার ৪ টি পাইপ ভেঙে ফেলিছি। এ বিষয়ে কয়রা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার অনুতাপ সরকার বলেন, কৃষকের সেচ দেয়ার পাইপ ভেঙে দেয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)