Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশি হানায় দুই বাল্যবিয়ে পণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০২:৩৮:৩১ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় পুলিশের হানায় এক গ্রামে পাশাপাশি দুইটি বাল্যবিয়ে পণ্ড হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমুড়বুনিয়া গ্রামে ঘটে।    

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুড়বুনিয়া গ্রামে পাশাপাশি দুইটি বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিলো। প্যান্ডেল ও আলোকসজ্জায় ঝলমল করছিলো বিয়ে বাড়িতে। রান্নাবান্না প্রস্তুত, বর নিয়ে বরযাত্রিরা এসে গেছে বিয়ে বাড়িতে। কনের এক বর পাইকগাছার কাশিমনগরের নিরঞ্জন সানার ছেলে লালচান সানা অন্য কনের বর ছিলো ডুমুরিয়ার জিয়েলতলা গ্রামের অমল সানার ছেলে সবুজ সানা। এমন সময় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মাগুরখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই পিয়াস কুমার সানার নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয় বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে শুরু হয়ে গেলো হুলুস্থুল। পুলিশ ভেঙে দিলো বিয়ের প্যান্ডেল। বন্ধ হয়ে গেলো খাওয়া-দাওয়া এবং লাইটিংয়ের সব ব্যবস্থা। এসব পরিস্থিতি দেখে বরযাত্রীরা সরে পড়লো।  

পুলিশের এসআই পিয়াস কুমার সানা জানান, ১৮ বছরের আগে কনের বিয়ে দিবেনা মর্মে মুচলেকা দিয়েছে কনেদ্বয়ের অভিভাবক। বিয়ের আয়োজন সব বন্ধ করে দিয়ে গভীর রাত পর্যন্ত আশপাশে অবস্থান করেছি। 

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। তবে গোপনে যদি তারা কোথাও নিয়ে বিয়ে দেয়। তাহলে বর-কনেসহ অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।   

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)