Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পোস্টার ছেঁড়ার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০২:৪৫:০৬ পিএম

চুকনগর (ডুমুরিয়া) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের মহানাম যজ্ঞানুষ্ঠানের পোস্টার ছিঁড়ে অবমাননার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদসভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে চন্ডিপুর বাজার মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে মাগুরখালী ইউনিয়নের সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদসভা ও সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ’র ডীন প্রফেসর ড. দিব্যদ্যুতি সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অসিত বরণ মন্ডল বলেন, চন্ডিপুর বাজারে আমার নিজস্ব মার্কেট ও একটি অফিস ঘর রয়েছে। মার্কেটের অধিকাংশ  দোকানে ঘরের ভিতর ও দেয়ালে মহানাম যজ্ঞানুষ্ঠানের পোস্টার লাগানো হয়েছে যা এখনও রয়েছে। তবে আমার অফিস রুমে বা দেয়ালে যে কোনো ধরণের পোস্টার লাগানো নিষেধ রয়েছে। তার পরও সদানন্দ নামে একটি লোক নিষেধ অমান্য করে অফিস রুমের দেয়ালে একটি পোস্টার লাগায়। বিষয়টি আমি মোবাইল ফোনে জানতে পারি। তখন আমার লোক কে পোস্টারটি তুলে পাশের দোকানের দেয়ালে লাগানোর কথা বলি। অথচ আমার প্রতিপক্ষরা অভিযোগ ও অপ্রচার করেছে আমি নাকি পোস্টার ছিঁড়ে পদদলিত করেছি। মহাপ্রভূ শ্রীকৃষ্ণের পোস্টার ছেঁড়া এবং তা পদদলিত করার এমন দৃষ্টতা ঈশ্বর যেন আমাকে না দেন। আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল সানা ও তার সহযোগিদের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলায় আমার বিরুদ্ধে তারা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে এহেন অপপ্রচার চালাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপর দিকে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, মাগুরখালী ইউনিয়ন মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা পর্ষদের আয়োজনে এলাকায় গত ৬ মার্চ দিঘলিয়া সরকারি এম,এ মজিদ ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক ও চন্ডিপুর গ্রামের বাসিন্দা অসিত বরণ মন্ডল এর বিরুদ্ধে আনীত যজ্ঞানুষ্ঠানের পোস্টার ছেঁড়া ও পদদলিত করার অভিযোগ সম্পূর্ণমিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। তারা আরো বলেন, শিক্ষাবিদ অসিত বরণ মন্ডল বাবু একজন ধর্মপ্রাণ মানুষ। এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে তার দেয়া অনুদানের বিষয়টি সর্ব্বজন বিদিত। ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এটা একটা গভীর চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের খ্ুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন মাগুরখালী স্বর্ণদ্বীপ কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল,সাবেক চেয়ারম্যান দীনবন্ধু বালা,মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সরোজ কুমার রায়, সহকারী অধ্যাপক পরিমল কৃষ্ণ সানা, সোনালী ব্যাংক লিঃ গোপালগঞ্জ শাখার  প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ সানা, সমাজ সেবক সুজিত মন্ডল, যুবলীগ নেতা ব্রজেন মন্ডল, পূজা পরিষদ নেতা প্রসাদ মন্ডল, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক প্রণব কান্তি মন্ডল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা শিবপদ মল্লিক,মোঃ ইসলাম সরদার, বিকাশ রায়, শিব পদ মল্লিক, কাঞ্চননগর দূর্গা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র মোহন্ত, সমাজসেবক সজল বাবু। সঞ্চালনায় শিক্ষক সুনীল কুমার মন্ডল।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)