Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নেতৃত্বে ফারুক-শফিকুল

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০২:০৩:৫২ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসবমুখোর পরিবেশে এবং থানা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে সাব-রেজিঃ অফিসের দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোট গ্রহন হয়। এতে সভাপতি-সম্পাদকসহ ১৩টি পদের বিপরীতে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কোষাধ্যক্ষ ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৭০জন মোট ভোটারের মধ্যে ৬৬জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচিতরা হলেন সভাপতি পদে মো. ফারুক হোসেন খান, সহ-সভাপতি পদে তাপস চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. বায়েজিদ, কোষাধ্যক্ষ পদে প্রশান্ত কুমার জোর্দ্দার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদ পদে শামসুর রহমান মোড়ল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও নির্বাহী সদস্য পদে সুজন রায়, রেজাউল করিম ও নিত্যানন্দ মন্ডল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী মোঃ মাহাবুর রহমান। নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করেন দলিল লেখক সমিতির মোঃ আশরাফ হোসেন খান, মোঃ রওনাকুল ইসলাম, রঞ্জন কুমার মন্ডল, সুজিত কুমার বর্ধন ও মোঃ আক্তার হোসেন। সকালে ভোট কক্ষ পরিদর্শন করেন সাব-রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)